Presided over by Comrade Sultan Ahmed Biswas, Convener of Progressive Farmers’ Action Council and President of Bangladesh Chashi Somiti, President of Bangladesh Krishok Federation and Member Secretary of Progressive Farmers’ Action Council Comrade Badrul Alam, General Secretary of Bangladesh Bhumihin Samiti Fayez Hossain, President of Shramojibi Andolone Harunar Rashid Bhuiyan, Vice- President of Bhumiheen Samiti Shamsul Alam, General Secretary of Samgaro Bangla Krishak Samiti Shibli Anwar Sumon, Bangladesh Krishok Federation Leader Rehana Begum, Kazi Renuara and Pinky Akter, among others, spoke in the rally.
The speakers in the rally protested against the increase in the prices of daily necessities before Ramadan and said that even though special discounts are given on consumer goods in different countries of the world during Ramadan, the opposite is happening in Bangladesh. Traders are doing unethical work by increasing the incredible prices of ftar items to the fasting people. They said that the government cannot avoid the responsibility of this arbitrariness of businessmen. Criticizing the government’s unbridled policy, they said that the open market policy imposed by the World Bank/IMF and WTO is working to achieve the interests of multinationals and big businessmen; The common people are suffering of extreme deprivation. Free market policy is also one of the reasons for this market situation.
The speakers mentioned the responsibility of the government and said that the government should have kept the market at a comfortable level for the sake of the people during Ramadan.
Highlighting the issue of black market of traders and smuggling of assets and money abroad, the speakers said that till date the government has failed to take any effective measures in this regard.
The leaders also said that although the price of agricultural produce is high in the city, the producing farmers never get the fair price. The middlemen serve their own interests by depriving the farmers of the fair price of the produce.
Criticizing the government’s negligence in ensuring that the farmers get fair price for their produce, they said that it is not possible to become a farmer-friendly government with just lip service.
Finally, the speakers warned that if the government fails to control the market during Ramadan, the government will have to bear the responsibility if the people become reckless and take the law into their own hands.
Date: 11 March 2024
News Sender
Badrul Alam
Member Secretary
তারিখঃ ১১ মার্চ ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি
নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় মানববন্ধন ও সমাবেশ
আজ ১১ মার্চ ২০২৪ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদের উদযোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক ও বাংলাদেশ চাষি সমিতির সভাপতি কমরেড সুলতান আহমেদ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদের সদস্য সচিব কমরেড বদরুল আলম, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, শ্রমজীবী সংঘের সভাপতি হারুনার রশিদ ভূঁইয়া, ভুমিহীন সমিতির সহ-সভাপতি শামসুল আলম, সমগ্র বাংলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক শিবলি আনোয়ার সুমন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের নেত্রী রেহানা বেগম, কাজি রেনুয়ারা ও পিংকি আক্তার প্রমূখ।
সমাবেশে বক্তারা রমজানের আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, রমজানের সময় বিশ্বের বিভিন্ন দেশে ভোগ্যপণ্যের বিশেষ ছাড় দিলেও বাংলাদেশে তার উল্টোটা হচ্ছে। রোজাদারদের ইফতারী সামগ্রির অবিশ্বাস্য রকম মূল্য বৃদ্ধি করে ব্যবসায়ীরা গর্হিত কাজ করছে। তাঁরা বলেন, ব্যবসায়ীদের এই স্বেচ্ছাচারিতার দায় সরকার কিছুতেই এড়াতে পারে না। সরকারের এ লাগাম ছাড়া নীতির সমালোচনা করে তাঁরা বলেন, বিশ্বব্যাংক/আইএমএফ ও ডব্লুটিও-র চাপিয়ে দেয়া খোলা বাজার নীতি বহুজাতিক ও বড় ব্যবসায়ীদের স্বার্থ হাসিলে কাজ করছে; সধারণ মানুষকে করছে চরম বঞ্চনা। বাজারের এ দুরাবস্থার জন্য মূক্তবাজার নীতিও একটি অন্যতম কারন।
বক্তারা সরকারে দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, রমজানে জনগণের স্বার্থে বাজারকে স্বস্তিদায়ক পর্যায় রাখা সরকারের উচিত ছিল।
ব্যবসায়ীদের কালোবাজারি ও বিদেশে সম্পদ এবং অর্থ পাচারের প্রশ্নটিকে তুলে ধরে বক্তারা বলেন, এ বিষয়ে আজ পর্যন্ত সরকার কার্যকর কোন ব্যবস্থা নিতে ব্যর্থ।
নেতৃবৃন্দ আরও বলেন, শহরে কৃষি পণ্যের মূল্য বাড়তি থাকলেও উৎপাদনকারী কৃষক কখনই ন্যয্যমুল্য পায় না। মধ্যস্বত্বভোগীরা কৃষককে ফসলের ন্যয্যমূল্য হতে বঞ্চিত করে নিজেদের স্বার্থসিদ্ধি করে।
কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যয্যমূল্য পায় তা নিশ্চিত করায় সরকারের গাফিলতির তীব্র সমালোচনা করে বলেন, শুধু মুখের বুলি দিয়ে কৃষক বান্ধব সরকার হওয়া যায় না।
পরিশেষে বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, রমজানে বাজার নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হলে জনগণ বেপরোয়া হয়ে নিজেরা আইন হাতে তুলে নেলে তার দায় সরকারকেই বহন করতে হবে।
বার্তাপ্রেরক
বদরুল আলম
সদস্য সচিব
প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদ
Progressive Farmers Action Council