Today, May 5, 2024 at 11:00 am in Dashmina Upazila of Patuakhali District, in the organization of landless families from different areas of Charshahjalal, Charhadi, Charbanshbaria, Charborhan, and that of Upazila, with the cooperation of Bangladesh Krishok Federation and Bangladesh Kishani Sabha, hundreds of landless men and women of Dashmina Upazila by trawlers, cars and on foot marched to the Upazila market and gathered. The landless people marching from the market through Nalkhola Bazar, A/C land Office, Sub-Register office paraded various roads and gathered in front of Dashmina Upazila Nirbahi Officer’s office. The rally was chaired by landless leader Md. Naya Mia Sikdar and conducted by landless leader Abdus Sattar Howlader. Central Committee President of Bangladesh Krishok Federation Comrade Badrul Alam spoke as the chief guest and General Secretary Zayed Iqbal Khan, Assist General Secretary Abdus Sattar Howladar, Assistant General Secretary of Patuakhali district Unit, Kayes Mahmood spoke as special guests. Landless leader Pran Krishna Das, Char Borhan leader Md Idris Kha, Md Sahidul Islam, South Char Shahjalal landless leader Md Ashraf Sikder, UP member Nasima Begum, North Charshahjalal landless leader Abdur Razzak Howlader, Abdul Khalek Sardar, Mokhles Uddin,, Chohrab Hussain Howladar, Md Shah Alam Kha, Sagar Ali Palawan, Md Chohrab Bayati, landless leader Manuja Begum, Beauty Begum, Kulsoom Begum, landless leader of Charhadi Zakir Howladar, Rahim Muslim, Tara Begum, leader of Char Ghurni Md Hiron, Moklesur of Arzbegi, Rahman, Maqbul Hossain, Khursida Begum, spoke, among others.
At the end of the rally, the 10-member landless representative team presented a memorandum signed by 900 landless families and 6-point demands to the Honorable Prime Minister through the Upazila Executive Officer, Dashmina, Patuakhali.
The speakers in the rally immediately called for the cancellation of fake settlements created in Charshahjalal, Charhadi, Charborhan with the help of some dishonest officers and employees of the administration, giving away settlements among the real landless people of the Upazila living in Chars, cancellation of all fake settlements, prosecution of fake settlements providers, identification of Khasland in Upazila, determination of inter-Upazila and inter-district boundaries.
In the speech, the leaders requested the honorable Prime Minister’s intervention to resolve the crisis created due to the fake settlement and to take immediate steps to maintain peace and order in various areas including Charshahjalal.
Bangladesh Krishok Federation President Comrade Badrul Alam said in his speech that there are more than 50 Lakh acres of Khasland land in the country. In order to protect the rights of the landless in this land, the agricultural land settlement and management committee should be activated in the whole country and necessary measures should be taken. He also said that land is the source of people’s livelihood. The land guarantees food sovereignty of people. So any kind of corruption and manipulation with land will not be tolerated. The government has to solve the corruption and irregularities that have taken place in North Shahjalal; for some dishonest officials and employees of the government are involved in it. He also urged to stop all kinds of land related irregularities through strong movement across the country. He called for a strong land movement to demand food sovereignty nationwide.
General Secretary Zayed Iqbal Khan said in his speech that the complex related to the land tenure of North Charshahjalal has been going on for a long time. The government can solve it if it wants. But vested interests have kept the problem alive for decades. Even though we continue to try to solve it in an organizational manner, there is still no solution due to the lack of goodwill of the local administration. He sought the direct intervention of the Honorable Prime Minister in this regard.
Claims mentioned in the memorandum:
1) Landless families of Dashmina Upazila should be given Khaland settlement;
2) Landless families who have been living in Char Shahjalal for 31 years should be given Khasland settlement;
3) False settlement of special land should be cancelled;
4) In various areas including Charshahjalal, fake settlement providers should be prosecuted;
5) Upazila char areas and all Khaslands of the mainland should be identified;
6) Inter sub-district and inter-district boundaries should be determined.
News Sender
(Maqbul Hossain)
North Char Shahjalal landless families
প্রেস বিজ্ঞপ্তি
তারিখঃ ৫ মে ২০২৪ ইং
খাস জমি বন্দোবস্ত, ভুয়া বন্দোবস্ত বাতিল, খাসজমি জাল-জালিয়াতকারী ও ভূয়া বন্দোবস্তকারীদের বিচারের দাবীসহ ৬ দফা দাবীতে শত শত ভূমিহীন পরিবারের সমাবেশ ও মিছিল
দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ
আজ ৫ মে ২০২৪ বেলা ১১ টায় পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় চরশাহজালাল, চরহাদী, চরবাঁশবাড়িয়া, চরবোরহানসহ বিভিন্ন চরাঞ্চল ও উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন পরিবারের আয়োজনে, বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কিষাণী সভার সহযোগিতায় দশমিনা উপজেলায় শত শত ভূমিহীন পরিবারভূক্ত নারী-পুরুষ ট্রলার, গাড়ী ও পায়ে হেঁটে মিছিল করে দশমিনা উপজেলার বাজারে এসে সমবেত হয়। বাজার থেকে মিছিলসহকারে নলখোলা বন্দর, এসিল্যান্ড অফিস, সাব-রেজিস্টার অফিসের সামনে দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমিহীনরা দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন। সমাবেশে ভূমিহীন নেতা মোঃ নয়া মিয়া সিকদারের সভাপতিত্বে ভূমিহীন নেতা আবদুস সাত্তার হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, সহ-সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কায়েস মাহমুদ। আরো বক্তব্য রাখেন ভূমিহীন নেতা প্রাণ কৃঞ্চ দাস, চর বোরহানের নেতা মোঃ ইদ্রিস খা, মোঃ সহিদুল ইসলাম, দক্ষিণ চর শাহজালালের ভূমিহীন নেতা মোঃ আশ্রাফ সিকদার, ইউপি সদস্য নাসিমা বেগম, উত্তর চরশাহজালাল ভূমিহীন নেতা আবদুর রাজ্জাক হাওলাদার, আঃ খালেক সর্দার, মোখলেস উদ্দিন, খোকন মুন্সী, ছোহরাব হোসেন হাওলাদার, মোঃ শাহ আলম খা, সাগর আলী পালোয়ান, মোঃ ছোহরাব বয়াতি, ভূমিহীন নেত্রী মনুজা বেগম, বিউটি বেগম, কুলসুম বেগম, চরহাদীর ভূমিহীন নেতা জাকির হাওলাদার, রহিম মুসলমান, তারা বেগম, চর ঘূর্ণির নেতা মোঃ হিরোন, আরজবেগীর মোকলেসুর রহমান, মকবুল হোসেন,খুরশিদা বেগম প্রমূখ।
সমাবেশ শেষে ১০ সদস্য বিশিষ্ট ভূমিহীন প্রতিনিধি টিম উপজেলা নির্বাহী অফিসার, দশমিনা, পটুয়াখালীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ৯০০ ভূমিহীন পরিবার স্বাক্ষরিত ও ৬ দফা দাবী সম্মিলিত স্মারকলিপি পেশ করেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে চরশাহজালাল, চরহাদী, চরবোরহানে প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় সৃজিত ভুয়া বন্দোবস্ত বাতিল ও চরে অবস্থানরত- বসবাসরত উপজেলার প্রকৃত ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত প্রদান, খাসজমি জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া বন্দোবস্তকারীদের বিচার, উপজেলার চরাঞ্চল ও মূল ভূমির সকলা খাস জমি চিহ্নিতকরন, আন্তঃউপজেলা ও আন্তঃজেলা সীমানা নির্ধারনের দাবী জানান। বক্তব্যে নেতৃবৃন্দ ভুয়া বন্দোবস্তের কারনে যে সংকট তৈরী হয়েছে তা সমাধান কল্পে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং আশু পদক্ষেপ গ্রহণ করে চরশাহজালালসহ বিভিন্ন এলাকায় শান্তি ও শৃংখলা বজায় রাখায় সদয় ভূমিকা কামনা করেন।
বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম তাঁর বক্তব্যে বলেন, দেশে ৫০ লক্ষ একরের অধিক খাসজমি রয়েছে। এ খাসজমিতে ভূমিহীনদের অধিকার সুরক্ষায় সমগ্র দেশে কৃষি খাসজমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি আরো বলেন, ভূমি মানুষের জীবন-জীবিকার উৎস। মানুষের খাদ্য সার্বভৌমত্বের নিশ্চয়তা দেয়। সুতরাং ভূমি নিয়ে কোন ধরনের দুর্নীতি ও কারসাজি বরদাস্ত করা হবে না। উত্তর শাহজালালে যে দুর্নীতি ও অনিয়ম সংঘটিত হয়েছে তার সমাধান সরকারকেই করতে হবে। কেননা সরকারের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারী এর সাথে জড়িত। সারা দেশে শক্তিশালী আন্দোলনের মাধ্যমে সকল ধরনের ভূমি সংক্রান্ত অনিয়ম রুখে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। তিনি দেশীব্যাপী খাদ্য সার্বভৌমত্বের দাবীতে শক্তিশালি ভূমি আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান তাঁর বক্তব্যে বলেন, উত্তর চরশাহজালালের খাসজমি সংক্রান্ত জটিলতা দীর্ঘদিনের। সরকার চাইলেই এর সমাধান করতে পারে। কিন্তু কায়েমী স্বার্থের কারনে সমস্যাকে দশকের পর দশক জিইয়ে রেখেছে। সাংগঠনিকভাবে সমাধানের চেষ্টা আমাদের দিক হতে জারী রাখলেও স্থানীয় প্রশাসনের সদিচ্ছার অভাবে আজও কোন সুরাহা হচ্ছে না। তিনি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
স্মারকলিপিতে উল্লেখিত দাবীঃ
১)দশমিনা উপজেলার ভূমিহীন পরিবারের মাঝে খাসজমি বন্দোবস্ত দিতে হবে।
২)চর শাহজালালে ৩১ বছর যাবৎ চরে বসবাসরত ভূমিহীন পরিবারের মাঝে খাসজমি বন্দোবস্ত দিতে হবে।
৩)খাস জমি ভূয়া বন্দোবস্ত বাতিল করতে হবে।
৪) চরশাহজালালসহ বিভিন্ন এলাকায় খাসজমি জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া বন্দোবস্তকারীদের বিচার করতে হবে।
৫)উপজেলা চরাঞ্চল ও মূল ভূমির সকল খাস জমি চিহ্নিত করতে হবে।
৬)আন্তঃউপজেলা ও আন্তঃজেলা সীমানা নির্ধারন করতে হবে।
বার্তাপ্রেরক-
(মকবুল হোসেন)
উত্তর চর শাহজালাল ভূমিহীন পরিবার
মোবাইল: নং+8801779886634, 01793117593,01793117593