Alam Bachchu Melkar, General Secretary, Mujib Nagar Landless Cooperative Society Ltd., Md. Selim, Bakul Begum, Rehena Begum, Minara Begum, Mahinur Akhter among others, are present in the conference.
AAM Fayez Hossain of Bangladesh Sramik Federation, General Secretary of Bangladesh Krishok Federation Zayed Iqbal Khan, Barisal District Leader Nehar Parveen Runu , among others, spoke on the occasion.
Dear journalist friends,
First of all, I would like to greet and thank you for coming to the open press conference with the call of the oppressed landless families. Through your printing media - electronic media, I would like to present a picture of various misdeeds of vicious circle of , forgery and seizing Khas land by force, torturing us, harassing us with false cases, vandalizing houses, burning down the houses of landless families, torturing women, extorting money, looting paddy, government agricultural land, to the government, the concerned authorities and the people of the country.
In 1996, under the leadership of Bangladesh Krishok Federation and Bangladesh Kishani Sabha, according to the land manual of the government, we, the helpless landless families, took position by occupying Sikdarerchar for the purpose of cultivating agricultural Khasland. In 2007, 50/60 terrorists including Jewel Sardar, Sohail Sardar, Rubel Sardar, Mithu Sardar and Aslam Pyada, led by Swapan-Shahjahan co., vandalized 200 houses of landless families in the south of Sikdarer Char in the dark of night and set fire to their houses, took away things, raped women, tortured and injured many people. Even then, for the last 28 years, we have been cultivating agricultural Khasland at different times with one year lease (DCR) or 1 year revenue return and have been living in houses with our families.
I would like to inform you that the identified terrorists, extortionists, smugglers, drug lords, godfathers of cow-buffalo thieves, woman abusers, illegal occupiers of poor landless and helpless people’s land, counterfeit clique of Nazrul Nagar Union of Dakshin Aicha Police Station, Char Fashion Upazila, Bhola District in association with unscrupulous employees of Char Fashion Upazila Assistant Land Office grafted the government agricultural Khasland.
Syndicate member Aslam pyada, Fa. Nasir Pyada, Jewel Sardar, Sohail Sardar, Rubel Sardar, Mithu Sardar Fa. of all, Shajahan Sarder, Vill: Majher Char, Post: Majher Char, U: Nazrul Nagar, Thana: Dakshin Aicha, District: Bhola, Co. under Dular Hat Thana, came to 16 Mujibnagar Union, Ward 8 Sikder Char, forcefully encroached the government Khasland by forgery. By selling land, looting the cultivated paddy, vandalizing houses, doing robbery, abusing women and extorting they have made the lives of helpless landless and farm laborers in this area unbearable. Although cases have been filed against them at various times, they have not been arrested yet. Despite having arrest warrants against them, landless leaders and complainants were harassed in various ways through torture and false charges.
Dear friends,
This terrorist, extortionist, fraudulent clique changes its mind with the change of government and engages in its own misdeeds under the umbrella of some government party opportunists.
This gang, with the connivance of some dishonest employees and officials of the Assistant Land Office of Char Fashion Upazila, snatched the government Khasland by forging a syndicate. Whenever a new AC Land comes to the office, the cooperation of dishonest employees builds good relations and friendship. At one stage, the syndicate is involved in corruption and misdeeds with the identity of relatives. No officer can make the right decision for this cycle. The syndicate identified should be uprooted immediately.
Dear journalist friends,
Finally, through you, we raised the following demands to the government and the concerned authorities:
1) Sohail Sardar, Jewel Sardar, Rubel Sardar, Mithu Sardar, Aslam Pyada Gang’s dishonest syndicate centered on Khasland should be dismantled;
2) All harassing false cases filed against landless leaders should be withdrawn;
3) Warranted accused in cases filed in courts and various police stations against terrorists and fraudsters should be immediately arrested and brought to justice;
4) 1 year lease (DCR) of the current year and permanent settlement should be given among the real landless people living in Sikder’s Char.
5) Immediately settle the Khasland through Diara survey and printed map.
6) To ensure the safety of life and property of the landless families of Sikder’s Char and to rescue the agricultural Khaslands from the clutches of the identified terrorist land grabbers, land brokers and counterfeiters;
7) Immediately the forgery and forged documents in Sikder’s Char, subject to investigation, the forgers should be brought under the prevailing law and punished.
8)The houses of 200 landless families evicted by land robbers, battalion forces(Lathial Bahini) and identified terrorists in 2006 and the houses of the helpless landless families and the people whose houses were broken by river erosion have to be rebuilt.
BKF
Mujibnagar Union Landless Cooperative Society
Badrul Alam
জাতীয় প্রেসক্লাবের সামনে ভূমিহীনদের ঊম্মূক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় প্রেসক্লাব সামনে ১৫ জুন ২০২২ সকালঃ১১টায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানাধীন ১৬ নং মুজিবনগর ইউনিয়ন ভূমিহীন সমবায় সমিতি লিঃ কর্তৃক উম্মূক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল মালেক মেম্বারের পক্ষে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম
সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত আছেন আলম বাচ্চু মেলকার, সাধারণ সম্পাদক, মুজিব নগর ভূমিহীন সমবায় সমিতি লিঃ,মোঃ সেলিম,বকুল বেগম,রেহেনা বেগম, মিনারা বেগম,মাহিনুর আক্তার প্রমূখ।
সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের এ এ এম ফয়েজ হোসেন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বরিশাল জেলা নেত্রী নেহার পারভীন রুন প্রমূখ।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
প্রথমেই আপনাদের প্রতি সালাম ও কৃতজ্ঞতা জানাই এই মর্মে যে আপনারা নির্যাতিত অসহায় ভূমিহীন পরিবারের ডাকে সারা দিয়ে উম্মুক্ত সংবাদ সম্মেলনে এসেছেন। আপনাদের প্রিন্টিং মিডিয়া - ইলেকট্রনিকস মিডিয়াম মাধ্যমে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দেশবাসীর নিকট আমাদের উপর নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বাড়ী-ঘর ভাংচুর, ভূমিহীন পরিবারের বাড়ী-ঘর জ্বালিয়ে নিশ্চিহ্ন করা, নারী নির্যাতন, চাঁদাবাজি করা, ধান লুটপাট করা, সরকারী কৃষি খাসজমি বিক্রি করা, জাল- জালিয়াতির মাধ্যমে খাসজমি হাতিয়ে নেওয়া চক্রের হোতাদের নানারকম অপকর্মের একটি চিত্র তুলে ধরতে চাই।
১৯৯৬ সালে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কিষাণী সভার নেতৃত্বে সিকদারের চরে সরকারের ভূমি নীতিমালা অনুযায়ী কৃষি খাসজমি চাষাবাদের লক্ষ্যে আমরা অসহায় ভূমিহীন পরিবার দখল অবস্থান গ্রহন করি। ২০০৭ সালে স্বপন-শাহজাহান গং-এর নেতৃত্বে সন্ত্রাসী জুয়েল সর্দার, সোহেল সর্দার, রুবেল সর্দার, মিঠু সর্দার, আসলাম প্যাদাসহ ৫০/৬০জন রাতের অন্ধকারে সিকদার চরের দক্ষিণে ২০০ ভূমিহীন পরিবারে বাড়ী-ঘর ভাংচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, ভূমিহীনদের মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং নারী ধর্ষণ, নির্যাতন করে বহু মানুষ আহত করে। তারপরও আমরা গত ২৮ বছর যাবৎ বিভিন্ন সময় সরকারের এক সনা ( ডিসিআর) বা ১ বছরের রাজস্ব দিয়ে কৃষি খাসজমি চাষাবাদ করে আসছি এবং পরিবার-পরিজন নিয়ে ঘর-বাড়ী করে বসবাস করছি।
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়ন-এর চিহ্নিত সন্ত্রাসী, ত্রাস সৃষ্টিকারী, চাঁদাবাজ, চোরাকারবারি, মাধককারবারী, গরু- মহিষ চোরের গডফাদার, নারী নির্যাতনকারী, গরীব-ভূমিহীন ও অসহায় মানুষের জায়গা - জমি জবর-দখলকারী, জাল-জালিয়াতি চক্র, চরফ্যাশন উপজেলা সহকারী ভূমি অফিসের অসাধু কর্মচারী- কর্মকর্তার যোগসাজশে সিকদারের চরের কৃষি খাসজমি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। সিন্ডিকেট সদস্য মোঃ আসলাম পিতাঃ নাসির প্যাদা, জুয়েল সর্দার, সোহেল সর্দার, মিঠু সর্দার গং সর্ব পিং মৃত্যুঃ শাহজাহান সর্দার,সর্ব সাং মাঝের চর,পোঃ মাঝের চর, ইউঃ নজরুল নগর,থানাঃ দক্ষিণ আইচা, জেলাঃ ভোলা,গংরা দুলার হাট থানাধীন ১৬ নং মুজিবনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সিকদারের চরে এসে জাল- জালিয়াতি করে সরকারী কৃষি খাসজমি জোরপূর্বক দখল, বিক্রি, ধান লুট-পাট, ঘর-বাড়ি ভাংচুর, ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদাবাজি করে অত্র এলাকার অসহায়,ভূমিহীন, ক্ষেতমজুর মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা দায়ের করা হলেও তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। উল্টো গ্রেফতারী পরোয়ানা থাকা সত্ত্বেও ভূমিহীন নেতা ও অভিযোগকারীদের বিভিন্নভাবে অত্যাচার- নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।
প্রিয় বন্ধুগণ,
এই সন্ত্রাসী,চাঁদাবাজ, জাল-জালিয়াতি চক্রটি সরকার পরিবর্তনের সাথে সাথে নিজেদের ভোল পাল্টায় এবং সরকার দলীয় কিছু সুবিধাবাদীদের ছত্র ছায়ায় নিজেদের অপকর্মে লিপ্ত থাকে।
এই চক্রটি চরফ্যাশন উপজেলার সহকারী ভূমি অফিসের কিছু সংখ্যক অসাধু কর্মচারী- কর্মকর্তার যোগসাজশে সরকারি খাসজমি জাল-জালিয়াতি সিন্ডিকেট করে হাতিয়ে নেয়। উক্ত অফিসে যখনই কোনো নতুন এসি ল্যান্ড সাহেব আসেন তখনই অসাধু কর্মচারীর সহযোগিতা সু- সম্পর্ক ও সখ্যতা গড়ে তুলে। এক পর্যায়ে সিন্ডিকেট চক্রটি আত্মীয় - স্বজন পরিচয় দিয়ে দূর্নীতি ও অপকর্মে লিপ্ত হয়। এই চক্রটির জন্য কোন অফিসারই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। অবিলম্বে চিহ্নিত সিন্ডিকেট সমূলে উপরে ফেলতে হবে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
পরিশেষে আমারা আপনাদের মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নিম্নোক্ত দাবীসমূহ উত্থাপন করলামঃ
১) চরফ্যাশন উপজেলার ভুমি অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী ও সন্ত্রাসী ভুমিদস্যু সোহেল সর্দার, জুয়েল সর্দার, রুবেল সর্দার, মিঠু সর্দার, আসলাম প্যাদা গংদের খাসজমি কেন্দ্রীক অসাধু সিন্ডিকেট ভেঙ্গে ফেলতে হবে ধ্বংস করতে হবে;
২)ভূমিহীন নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে;
৩)সন্ত্রাসী ও জালিয়াত চক্রের বিরুদ্ধে আদালতে ও বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার ওয়ারেন্টরকৃত আসামীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের কাঠগড়ায় দাঁর করতে হবে;
৪) সিকদারের চরে বসবাসরত প্রকৃত ভূমিহীনদের মাঝে চলতি বছরের ১ সনা লিজ (ডিসিআর) ও স্থায়ী বন্দোবস্ত দিতে হবে।
৫)অবিলম্বে দিয়ারা জরিপ করে প্রিন্টেড ম্যাপের মাধ্যমে খাস জমি স্থায়ীভাবে বন্দোবস্ত দিতে হবে
৬)সিকদারের চরের ভূমিহীন পরিবারের জান- মালের নিরাপত্তা নিশ্চিত করে ও চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্যু,ভূমিদালাল এবং জাল-জালিয়াতি চক্রের খপ্পর হতে কৃষি খাসজমি উদ্ধার করতে হবে;
৭) অবিলম্বে সিকদারের চরে জাল-জালিয়াতি ও ভূয়া কাগজপত্রাদি তদন্ত সাপেক্ষে জালিয়াতিদের বিরুদ্ধে প্রচলিত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে
৮) ২০০৭ সালে ভূমিদস্যু,লাঠিয়াল বাহিনী, চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক উচ্ছেদকৃত ২০০ ভূমিহীন পরিবার ও নদী ভাঙ্গা অসহায় ভূমিহীন পরিবারের বাড়ী-ঘর পুনঃ নির্মান করতে হবে।