The rally was presided over by Bangladesh Krishok Federation President Comrade Badrul Alam and conducted by General Secretary Zayed Iqbal Khan.
General Secretary of Bangladesh Workers Federation AAA Fayez Hossain, President of Readymade Garments Workers Federation Lovely Yasmin, President of Motherland Garments Workers Federation Saleha Islam Shantona, President of Bangladesh Bhasman Nari Sraomik Union Hosne Ara Begum, EX student leader of ’90’s movement Raju Ahamed, Khalilur Rahman, a prominent social and human rights activist, Rehena Begum, the vice-president of the Bangladesh Krishok Federation, Jamal Hossain Howladar, a farmer leader, Murshidul Haque, Convener, Tele Consumer Association of Bangladesh (T CAB), labor leader Nasir Uddin, among others, spoke at the meeting held under the chairmanship of Comrade Badrul Alam.
President Comrade Badrul Alam said that climate change, Covid-19 and the Russia-Ukraine war have intensified the global food crisis. Inflation is alarming. Ongoing hunger and poverty as well as the impact of inflation are echoing the sounds of famine in the country. He said the Food and Agriculture Organization’s observance of World Food Day on October 16 is becoming meaningless when hunger and poverty are a common reality everywhere. In the current global reality, economic recovery from Covid-19, the effects of climate change, and combating the situation caused by war is an urgent task. If these things are not done, the Sustainable Development Goals(SDGs) announced by the United Nations by 2030 will become a farce. To combat climate change, Comrade Alam emphasized on phasing out the use of fossil fuels and introducing renewable fuels.
Leaders at the gathering emphasized the importance of keeping food and the source of food production, namely the land, the sea, above profit. Food and agriculture are human rights of people. This right must be preserved at any cost. They said that the recent increase in food prices has created an extreme crisis in public life. The government’s initiative to deal with this crisis is not very satisfactory. On top of that, the government is increasing the crisis one after another by frequently increasing the price of electricity and fuel oil. Frequent and long-term load-shedding has brought relief to public life despite hikes in power and oil prices. Both agriculture and industry are affected by the lack of electricity. A severe famine appears likely next year.
The following demands were raised from the rally:
1. Keep the right to food, land and water
2. Protect the fish and oceans
3. Land should be used for food production, not for luxury
4. Climate Sensitive Food Systems now
5. Climate and Food Justice Now
6. Government finances and programs for adaptation now
7. We want climate sensitivity for people and society.
Date: 17 October 2022
Messenger -
Zayed Iqbal Khan
General Secretary
Bangladesh Krishok Federation
তারিখঃ ১৭ অক্টোবর ২০২২
প্রেস বিজ্ঞপ্তি
খাদ্য ও জলবায়ু প্রশ্নে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষক ফেডারেশন ও ঋণ এবং উন্নয়ন বিষয়ক এশীয় গণআন্দোলনের উদ্যোগে খাদ্য ও জলবায়ু প্রশ্নে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান।
কমরেড বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএ ফয়েজ হোসেন, রেডিমেট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডেরেশনের সভাপতি লাভলী ইয়াসমিন, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সালেহা ইসলাম শান্তনা,বাংলাদেশ ভাসমান নারী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হোসনে আরা বেগম ,’৯০ এর ছাত্র গণ-অভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা রাজু আহমেদ,বিশিষ্ট সমাজকর্মী ও মানবাধিকার কর্মী খলিলুর রহমান , বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহ- সভাপতি রেহেনা বেগম, কৃষক নেতা জামাল হোসেন হাওলাদার, মুর্শিদুল হক -আহবায়ক, টেলি কনজুমার অ্যাসোসিয়শন অব বাংলাদেশ(টি ক্যাব),শ্রমিক নেতা নাসির উদ্দিন প্রমূখ প্রমুখ।
সভাপতি কমরেড বদরুল আলম বলেন, জলবায়ু পরিবর্তন, কোভিড ১৯ ও রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের প্রাক্কালে বিশ্বব্যপী খাদ্য সংকট তীব্র আকার ধারন করেছে। মুদ্রা স্ফীতি আশংকাজনক। চলমান ক্ষুধা ও দারিদ্র্যের পাশাপাশি মুদ্রাস্ফীতির অভিঘাতে দেশে দেশে দুর্ভিক্ষের ধ্বনি বাজছে। তিনি বলেন, খাদ্য ও কৃষি সংস্থার ১৬ অক্টোবর বিশ্বখাদ্য দিবস পালন অর্থহীন হয়ে যাচ্ছে যখন ক্ষুধা ও দারিদ্র্য সর্বত্র সাধারণ একটি বাস্তব্তা। বর্তমান বিশ্ব বাস্তবতায় কোভিড উওর অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও যুদ্ধের কারনে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা একটি জরুরী কাজ। এ কাজগুলো না করলে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য প্রহসনে পরিণত হবে। জলবায়ু পরিবর্তন রোধে কমরেড আলম জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানী প্রবর্তনের উপর গুরত্ব আরোপ করেন।
সমাবেশে নেতৃবৃন্দ খাদ্যের গুরত্বের কথা উল্লেখ করে খাদ্য ও খাদ্য উৎপাদনের উৎস যথা-ভুমি, সমুদ্রকে মুনাফা তৈরির ঊর্ধ্বে রাখতে হবে। খাদ্য ও কৃষি মানুষের মানবধিকার । যেকোন মূল্যে এ অধিকার সংরক্ষণ করতে হবে। তাঁরা বলেন, সম্প্রতি খাদ্য মুল্য বৃদ্ধি জনজীবনে চরম সংকট তৈরী করেছে। এ সংকট মোকাবেলায় সরকারের উদ্যোগ খুব বেশি সন্তোষজনক নয়। তার উপর সরকার দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করে একের পর এক সংকট বাড়িয়ে তুলছে। বিদ্যুৎ ও তেলের দাম বাড়ানো সত্ত্বেও ঘন ঘন ও দীর্ঘমেয়াদী লোডশেডিং জনজীবনে নাভিশ্বাস এনেছে। বিদ্যুতের অভাবে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রই ক্ষতিগ্রস্ত। পরবর্তী বছর একটি কঠিন দুর্ভিক্ষ সৃষ্টির সম্ভাবনা প্রতীয়মান হচ্ছে।
সমাবেশ হতে নিম্নোক্ত দাবীসমুহ তুলে ধরা হয়ঃ ১।খাদ্য, ভুমি ও পানির উপর অধিকার অক্ষুণ্ণ রাখ ২। মৎস্য ও সমুদ্র রক্ষা কর ৩। ভুমির ব্যবহার হতে হবে খাদ্য উৎপাদনের জন্য, বিলাসিতার জন্য নয় ৪। জলবায়ু সংবেদনশীল খাদ্য ব্যবস্থা চাই এখনই ৫। জলবায়ু ও খাদ্য ন্যয়বিচার এখনই ৬। অভিযোজনের জন্য সরকারী অর্থ ও কর্মসূচী গ্রহন কর ৭। জনগণ ও সমাজের জন্য জলবায়ু সংবেদিনশীলতা চাই।
বার্তাপ্রেরক -
জায়েদ ইকবাল খান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ কৃষক ফেডারেশন
মোঃ ০১৭৯৩১১৭৫৯৩