On the occasion of the day, Bangladesh Krishok Federation, Bangladesh Kishani Sabha, Bangladesh Adivasi Samiti and Bangladesh Bhumihin Samiti organized various programs across the country from November 7 to November 11. As a part of that, today 7th November 2022 at the central initiative in Dasmina village home under Patuakhali district paying homage with flowers at the grave of the deceased, prayer, food distribution, rally and discussion meeting were held at 3 pm at Manik Mia square in Dasmina Upazila Sadar Bazar.
Bangladesh Kishani Sabha President and Sub-district Female Vice Chairman Shamsun Nahar Doli Khan speaking in the meeting
Chairman of Bangladesh Kishani Sabha and Dasmina Upazila Women Vice Chairman Dr. Samsunnahar Khan Dolly presided over the discussion meeting while Comrade Badrul Alam, President of the Central Committee of Bangladesh Krishok Federation as the chief guest, Zayed Iqbal Khan, General Secretary of the Central Committee of Bangladesh Krishok Federation as the main speaker addressed. Bangladesh Krishok Federation Joint Secretary Abdus Satter Howladar, former chairman of Banshbaria Union Altaf Hossain Akond, Bangladesh Krishok Federation Bhola district leaders Abdul Malek member and Alam Bachchu, Dasmina Upazila Unit President Naya Mia Sikder and General Secretary Pran Krishna Das, Siraj Kha also spoke. among others.
Part of gathering
The speakers said that Comrade Abdus Satter Khan was a dedicate peasant leader who spent his whole life for the cause of peasantry in Bangladesh. In his whole life Comrade Satter khan was 17 years in jail and underground. He was slow poisoned to paralyzed by the then ruling class. Nevertheless, he did not leave the politics of poor people. He was insisted in his ideological position. He had the dream of discrimination and exploitation free society. His unfinished task has been vested on the shoulder his followers to finish.
The speakers in the meeting raised the following demands to the government—
1) To provide agricultural Khas land for settlement among the actual landless
2) To cancel bogus settlement of Khas land
3) Agricultural Khas land settlement and management committee should be activated
4) Compensation should be provided to those affected by climate change
Messenger
Zayed Iqbal Khan
General Secretary
Bangladesh Krishok Federation
প্রেস বিজ্ঞপ্তি
প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত
আজ ৭ নভেম্বর ২০২২ সোমবার বাংলাদেশ কৃষক আন্দোলনের প্রাণ পুরুষ, ভূমি আন্দোলনের পথিকৃৎ, গণবুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ কৃষক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের ২৬তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন জেলায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ কিষাণী সভা, বাংলাদেশ আদিবাসী সমিতি ও বাংলাদেশ ভূমিহীন সমিতির আয়োজনে ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ ৭ নভেম্বর ২০২২ইং কেন্দ্রীয় উদ্যোগে পটুয়াখালী জেলার দশমিনায় গ্রামের বাড়ীতে মরহুমের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা, বাদজোহর দোয়া, সাধারণ খানা, র্যালী ও দশমিনা উপজেলা সদর বাজারস্থ মানিক মিয়া চত্বরে বিকাল ৩টায় আলোচনা সভা হয়।
বাংলাদেশ কিষাণী সভার সভানেত্রী ও দশমিনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামসুন্নাহার খান ডলির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম, প্রধান বক্তা বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের ভোলা জেলার নেতা আবদুল মালেক মেম্বার ও আলম বাচ্চু, দশমিনা উপজেলা শাখার সভাপতি নয়া মিয়া সিকদার ও সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ দাস, সিরাজ খা প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কমরেড আব্দুস সাত্তার খান ছিলেন একজন ত্যাগী কৃষক নেতা। তাঁর সমগ্র জীবন দেশের কৃষকদের স্বার্থে ব্যয় করেছেন। তাঁর জীবনের ১৭ বছর জেল ও আত্মগোপনে কাটিয়েছেন। তৎকালীন শাসকশ্রেণী তাঁকে বিষাক্ত ইনজেকশন দিয়ে পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছিল। তবু তিনি গরীব মানুষের মুক্তির রাজনীতি পরিহার করেন নি। তাঁর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য তাঁর অনুসারীদের উপর দায়িত্ব বর্তিয়েছে।
সভায় বক্তারা নিম্নোক্ত দাবীসমূহ সরকারের নিকট উত্থাপন করেন—
১) কৃষি খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান প্রদান করতে
২) খাস জমির ভুয়া বন্দোবস্ত বাতিল করতে
৩) কৃষি খাস জমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করতে হবে
৪) জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে
বার্তাপ্রেরক—
জায়েদ ইকবাল খান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ কৃষক ফেডারেশন
মোবাঃ ০১৭৯৩১১৭৫৯৩