Last 23 August 2024 at 4 pm, Bangladesh Krishok Federation in its Central Office, based in 27/11/1-A, 2rd floor, Segunbagicha, Dhaka held an emergency meeting.
In the meeting flash flood situation in the country were discussed.
In the meeting the leaders expressed deep concern over the extreme suffering of about 3 million people of 8 districts in the north-eastern part of Bangladesh due to recent dreadful flood in memory. They expressed hope that the current interim government would take effective initiatives to help the people.
The leaders have strongly criticized India for the heinous role to exacerbate the flood situation. They strongly condemned the despicable act of India by opening the gate Dambur dam.
In the meeting decision was made to start a voluntary flood relief operation in order to support the flood affected people. An 11 member committee and a fund were formed. The committee will provide relief for the flood victims through mass collection and special collection. Besides, leaders, activists and members of organizations were asked to support the relief fund as much as possible.
Leaders expressed deep condolence and concern over 13 dead due to flood so far.
Relief activities through mass-collection will start tomorrow in the Paltan area of the capital city of Dhaka.
It should be noted that in the north-eastern part of the country, recently millions of people stranded by flood water in 8 districts are living an inhumane life .
Various areas of Noakhali, Feni, Laxmipur, Comilla, Brahmanbaria, Sylhet, Habiganj and Moulbibazar have been submerged by the water coming from upstream area of India.
Overall communication system has been disrupted. There is neck-deep water in most places. Livestock and poultry are dying due to lack of the measures to take them to safe places.
Owing to scarcity of food and water borne diseases arose. News of death is coming daily. Children and women are at dangerous risk. The availability of child food is uncertain. There is no end to the suffering of pregnant mothers. The sufferings of those who have straw made houses knew no bounds. Most houses and belongings were washed away by the flood water. There is a great yield loss. All crop was washed away by the flood water. Nothing is left for people to earn a living.
Relief activities are being conducted by the government and the anti-discrimination student movement. But it is like a drop of water in a big ocean. That’s why all well-off sections of people should come forward to save and manage the lives of poor people.
The leaders made a fervent call to all well-wishers, supporters, and friends, home and abroad, to come forward to provide humanitarian assistance so that the constructed Relief Committee could actively stand by the flood victim people.
The committee would be grateful to all for any assistance.
Badrul Alam
convener
Flood Victims Assistance Relief Program Committee
&
President
Bangladesh Krishok Federation
গত ২৩ আগষ্ট ২০২৪ বিকেল ৪ টায় বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়, ২৭/১১/১-এ, ৩য় তলা, সেগুনবাগিচা, ঢাকায় এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের আকস্মিক বন্যা পরিস্থিতির উপর আলোচনা করা হয়।
বৈঠকে নেতৃবৃন্দ স্মরণকালের ভয়াবহ বন্যায় বাংলাদেশের পূর্বাঞ্চলের ৮টি জেলার প্রায় ৩০ লক্ষ মানুষের চরম ভোগান্তিতে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বাংলাদেশের বণ্যা পরিস্থিতিকে নাজুক করার জন্য ভারতের ভূমিকার তীব্র সমালোচন করেন। তাঁরা ডম্বুর বাধের গেট খুলে দিয়ে ভারত যে ন্যক্কারজনক কাজ করেছে তার তীব্র নিন্দা জানান।
বৈঠকে বন্যা দুর্গত মানুষের সহায়তায় ত্রান কার্যক্রম পরিচালনার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। এ লক্ষে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ও তহবীল গঠন করা হয়। এ কমিটি গণসংগ্রহ ও বিশেষ সংগ্রহের মাধ্যমে বন্যার্তদের জন্য ত্রানের ব্যবস্থা করবে। এছাড়া সংগঠনের নেতা, কর্মি ও সদস্যদেরও ত্রান তহবীলে সাধ্যমত সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বন্যায় ইতিমধ্যে ১৩ জনের মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন।
আগামীকাল হতে রাজধানী ঢাকার পল্টন এলাকায় গণসংগ্রহের কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৮টি জেলায় সম্প্রতি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
ভারতের উজান অঞ্চল হতে আসা পানি বাংলাদেশের নোয়াখালী, ফেনি, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ ও মৌলবিবাজারের বিশাল অঞ্চল সয়লাব করেছে।
জেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যহত হয়েছে। অধিকাংশ অঞ্চলে গলাসমান পানি। গবাদিপশু ও হাসমুরগি নিরাপদ স্থানে স্থানান্তরিত করতে না পারায় মরে যাচ্ছে।
দেখা দিয়েছে চরম খাদ্যাভাব ও পানিবাহিত রোগ। প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। নারী ও শিশুরা আছে সবচেয়ে বিপদজনক অবস্থায়। শিশুখাদ্য একেবারেই অনিশ্চিত। গর্ভবতী মায়েদের কষ্টের কোন শেষ নেই। যাদের খড়ের ঘর তাদের বিড়ম্বনার শেষ নেই। বণ্যার পানির তোড়ে তাদের ঘর ও তৈজসপত্র ভেসে গেছে। ফসলের ক্ষতি হয়েছে চরমভাবে। বন্যার পানিতে সব ফসলই ভেসে গেছে। মানুুষের জীবীকা অর্জনের কিছুই অবশিষ্ট নেই।
সরকার ও বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের তরফ হতে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু তা বিশাল সাগরের বুকে এক ফোটা জলের মত। সেজন্য দুর্গত মানুষের জীবন রক্ষায় সর্বস্তরের সচ্ছল মানুষকে এগিয়ে আসতে হবে।
গঠিত ত্রাণ কমিটি যাতে কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারে সেজন্য দেশে-বিদেশে সকল শুভাকাংখী ও শুভানুধ্যায়ী, সমর্থক ও বন্ধুদের কাছে বন্যার্তদের মানবিক সহায়তা প্রদানে এগিয়ে আসার জন্য নেতৃবৃন্দ ঐকান্তিক আহ্বান জানান। যে কোন ধরনের সহায়তা জন্য কমিটি সকলে নিকট কৃতজ্ঞ থাকবে।
বদরুল আলম
আহ্বায়ক
বন্যাদুর্গতদের সহায়তায় ত্রাণ কার্যক্রম কমিটি
ও
সভাপতি
বাংলাদেশ কৃষক ফেডারেশন
Updates
• Till now, 27 August, 5.6 millions persons remain stranded. Last report mentions a high number of death.
• We finished more our relief work on 7 September. We purchased relief material and distributed them in remote village in Comilla district. The area is so remote that other quarters hardly reached there with relief. So the distressed people were very happy getting our support. Now we are thinking of taking a second step to support them in relation to agricultural rehabilitation. Because they lost all of their agricultural products. Still the agricultural fields are submerged.
To send donations via ESSF
Donations can be given by cheques (in euros only, payable in France), direct bank transfers to our account or via Helloasso and PayPal. All payment options are listed on the home page of our website.
Cheques
cheques to ESSF in euros only, payable in France, to be sent to:
ESSF
2, rue Richard-Lenoir
93100 Montreuil
France
Bank Account:
Crédit lyonnais
Agence de la Croix-de-Chavaux (00525)
10 boulevard Chanzy
93100 Montreuil
France
ESSF, account number 445757C
International bank account details :
IBAN : FR85 3000 2005 2500 0044 5757 C12
BIC / SWIFT : CRLYFRPP
Account holder : ESSF
Through PayPal
To access PayPal use the email address contact europe-solidaire.org
Or click on the PayPal icon on the home page.
Through HelloAsso
You can also send money through the association HelloAsso: see its button on ESSF English home page: http://www.europe-solidaire.org/spip.php?page=sommaire&lang=en
Or go directly to:
https://www.helloasso.com/associations/europe-solidaire-sans-frontieres/formulaires/1/widget